MediVerse logo
search icon
History taking and Clinical Examination course

History taking and Clinical Examination course

কোর্সটি মূলত 3rd year থেকে Internship পর্যন্ত medical students and doctor's দেরকে ফোকাস করে করা। এখানে আমরা দুটো বিষয় আলোচনা করবো ইনশা আল্লাহ। ১। History taking ২। Clinical examination এখানে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কমন symptoms এর কিভাবে in details history নিতে হয়, কিভাবে approach করতে হয়, কোন প্রশ্নটা কেন করছি, কি জানার জন্যে করছি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। শুধু সেটা নয়, common symptoms গুলোর in details pathophysiology & mechanism ও আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। যাতে করে আপনার খুব ভালো একটা Conceptual vision তৈরি হয় ইনশা আল্লাহ। যেমন ধরুণ, Fever এর History আপনি কিভাবে নিবেন, কি কি প্রশ্ন করবেন, কোন প্রশ্নটা কেন করবেন, কোন প্রশ্নের importance কি সেটা in details আলোচনা করেছি। ঠিক একইভাবে Jaundice, abdominal pain, cough, breathlessness, chest pain, constipation, diarrhoea এভাবে প্রত্যেকটা system wise common symptoms গুলোর History কিভাবে নিতে হয় সেটা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে প্রত্যেকটা system wise clinical examination গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। 🔴 কেন আপনার এই কোর্সটা দরকার? 1. একটা কথা মনে রাখবেন, History taking এ যার weakness থাকবে তার পুরো Clinical life এর journey টাই খুব Difficult হবে। 2. Ward এ বা round এ, কেউই আপনাকে ভেঙ্গে ভেঙ্গে হাতে ধরে History taking শেখাবেনা। ফলে students দের মাঝে তৈরি হয় একটা বৈষম্য। কেউ অনেক বেশি পারে, আবার কেউ ধীরে ধীরে পিঁছিয়ে পড়ে। অনেকেই লজ্জায় প্রশ্ন করতে পারেন না Ward এ। বেড সাইডে একসাথে ২০-২৫ জনকে দাঁড় করিয়ে যখন History taking পড়ানো হয়, তখন আসলেই সামনের ৮-১০ জন ছাড়া বাকি কেউই ভালো করে বুঝতে পারেনা। ফলে ম্যাক্সিমাম স্টুডেন্টস ই পিছিয়ে পড়ে। 3. Ward এ গেলেই দেখা যায়, সিনিয়র রা হিস্ট্রি নাও বলে বেডে পাঠিয়ে দেয়। কিন্তু হাতে ধরে যে একটু শিখিয়ে দেবে এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আমরা আপনার সেই weakness টা যেন না থাকে, সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। 4. আর Clinical examination আজকে সেটা শিখবেন, সেটাই আগামি ১০ বছরে আপনি করবেন। এটার কোন পরিবর্তন হবে না। Abdomen palpation 3rd year এ যেভাবে করতে হয়, প্রফেসর হয়ে গেলেও ঠিক একই নিয়মেই করতে হয়। তাই এই একটা achievement এখন থেকে আয়ত্ব করতে পারলে আপনার পুরো লাইফ এর একটা বিশাল stress কমে যাবে ইনশা আল্লাহ। আপনার ভেতর একটা আলাদা Confidence কাজ করবে ইনশা আল্লাহ।



বিঃদ্রঃ


১.ওয়েবসাইটের যেকোনো সমস্যার জন্য আমাদের প্রথম ভিডিওটি দেখে নিন 

২. ২। Mediverse এর কোন কোর্সে Enroll করার পর টাকা অফেরতযোগ্য। প্রয়োজনে কোর্স সম্পর্কে Helpline এ ফোন করে বিস্তারিত জেনে নিন এবং Demo ক্লাস দেখে নিন। কিন্তু Enroll করার পর কোন প্রকার Refund করা হবেনা।

Mentor:

mentor

Dr. Muhammad Mosleh Uddin | 2016-17

MBBS (CMC), FCPS P2 (Cardiology)

Course Info

mentor

Level

Prof

play

Total class

33

user

Already Enrolled

134

trade

Course Fee

BDT 2500

BDT 1650

Enroll now

Course Reviews

Anonymous

আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার পড়ানোর স্টাইলের ভক্ত, তৃতীয় বর্ষ থেকেই। আপনার বোঝানোর ধরন আমার খুব ভালো লাগে। পাশাপাশি আপনি যেভাবে সুন্দর করে গল্পের মাধ্যমে পড়ান, সেটা লং টার্মে মনে রাখতে অনেক সাহায্য করে। আমি ফিল মেডিসিনে এনরোল করেছিলাম আপনার এক্সট্রাঅর্ডিনারি ক্লাসগুলোর জন্যই, আর তৃতীয় বর্ষে ওয়ার্ড প্লেসমেন্টের সময় ক্লাসগুলো অনেক ফলো করেছিলাম। যদিও সবকিছু রিভাইজ দেওয়া হয়নি বলে মনে হয় অনেক কিছুই ভুলে গেছি, কিন্তু হার্ট ফেইলিউর, এনজাইনা এবং অন্যান্য ক্লাসগুলো তৃতীয় বর্ষে আমার বেসিক স্ট্রং করতে অনেক সাহায্য করেছে। এখন চতুর্থ বর্ষে এসে মাইক্রোতে এনরোল করেছি—আলহামদুলিল্লাহ, ক্লাসগুলো খুব ভালো। লং রিভিউগুলো এমনভাবে দেন যে একদম ভিজুয়ালাইজ করে ডিজিজটা বুঝে নেওয়া যায়। ডেভিডসনের ওপর জোর দেওয়াটা পার্সোনালি তৃতীয় বর্ষে ওয়ার্ডের সময় আপনার কাছ থেকে শেখা। আমি সিরিয়াসলি ভবিষ্যতে আপনার কাছেই থাকবো—এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আপনাকে আরও বড় ক্লিনিক্যাল নলেজ আর শার্পনেস পাওয়ার তৌফিক দিন—এই দোয়া করি, ভাইয়া।

Anonymous

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেডিভার্সের অলমোস্ট সব কোর্স এ আছি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হিসেবে। আজকে হিস্ট্রি টেকিং এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন কোর্স নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সত্যি বলতে শুরুতে ভাবছিলাম শুধুমাত্র হিস্ট্রি টেকিং এর কোর্স এ এরকম পেমেন্ট?? যেটা অনেকেই ভাবে, কিন্তু যখন ক্লাস করা শুরু করলাম, আমি লিটরেলি নিজেই নিজেকে দোষারোপ করতেছিলাম কেন আরেকটু আগে ইনরোল করলাম না। I'm just overwhelmed... জাস্ট হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন এর মধ্যেই এই কোর্স সীমাবদ্ধ না, আমাদের নলেজের ভেতরেই ডা: মোসলেহ উদ্দীন ভাই ফিজিওলজি প্যাথোলজি কে দারুণভাবে কম্বিনেশন করেছেন, এনাটমিও যুক্ত করেছেন যখন যেখানে প্রয়োজন হয়েছে। এটা জাস্ট কোর্স টা কে টপনচ লেভেলে নিয়ে গেছে, মাশাল্লাহ। একটা জায়াগায় ইনফ্লামেশন হইলে সেখানে কিভাবে মেডিয়েটরস গুলা যেয়ে কিভাবে কি করতেছে সেগুলো কনসাইজলি ভাইয়ার লেকচার নোটে প্রোভাইড করা আছে। যে পেমেন্ট এর মাধ্যমে কোর্সে এনরোল করা যাবে আমার মনে হয় তার তুলনায় ভাইয়ার কোর্স এর কন্টেন্ট, এরেঞ্জমেন্ট এই পেমেন্ট এর তুলনায় বেশিকিছু, এইটা ট্রু। আমার মনে হয় যারা সবকিছু একটু জেনে,বুঝে প্যাথোফিজিওলজি কে গুরুত্ব দিয়ে সেটাকে মেমোরি তে লং-টার্ম স্টোর করতে চায় তাদের জন্য সেরা একটা কোর্স এইটা। আল্লাহ তায়ালা মোসলেহ ভাইয়া কে নেক হায়াত ও নেক সুস্থতা দান করুন, সেইসাথে মেডিভার্সের প্রতি কৃতজ্ঞতা।

anonymous

জাযাকাল্লাহ খাইরান ভাইয়া। আমি আপনার সব কোর্সেই যুক্ত আছি। আপনি এত সুন্দরভাবে পড়ান যে আমি একাডেমিকভাবে ভালো পারফর্ম করতে পারছি, শিখতেও পারছি। মন থেকে দোয়া উঠে আসে আপনার জন্য, ভাইয়া।

play

01. Respiratory system | Lecture-1 | General aspect of history taking & Clinical examination (Part-1)

play

01 : 18 : 51

play

02. Respiratory system | Lecture-2 | General aspect of history taking & Clinical examination (Part-2) [ended]

play

00 : 50 : 32

play

03. Respiratory system | Lecture-3.1 | Clinical examination of respiratory system (Part-1)

play

00 : 46 : 26

play

3.2. Respiratory system | Lecture-3.2 | Clinical examination of respiratory system (Part-2)

play

00 : 46 : 42

play

3.3. 3.3 Respiratory system | Lecture-3.3 | Examination of respiratory system (Part-3) (ended)

play

01 : 24 : 25

play

04. Respiratory system | Lecture-4.1 | History taking of Breathlessness, Wheeze, Cough (Part-1)

play

01 : 11 : 57

play

05. Respiratory system | Lecture-4.2 | History taking of Breathlessness, Wheeze, Cough (Part-2) [Ended]

play

01 : 26 : 23

play

06. Respiratory system | Lecture-5 | History taking of sputum & hemoptysis

play

01 : 06 : 55

play

07. Respiratory system | Lecture-6 | History taking of Chest pain

play

00 : 59 : 03

play

08. Respiratory system | Lecture- 7 | History taking of Fever

play

01 : 10 : 05

MediVerse Logo