

Writer : Dr. Tania Hafiz
2003-2004 (Z.H Sikder Women’s Medical College and Hospital)
গর্ভকালীন সময়ে পা ফুলে যাওয়া/ পায়ে পানি আসা
Pregnancy তে পায়ে পানি অনেকেরই আসে। অল্প পানি আসা স্বাভাবিক। কিন্তুু এরসাথে হাতে মুখে পানি আসা, Pressure বেশী, Urine নে প্রোটিনের আধিক্য থাকে তাহলে সেইটা গর্ভকালীন সময় চিন্তার বিষয়, এমনকি ঝুঁকিপুর্ন।
পানি আসা যেকোনো সময় হতে পারে, তবে গর্ভকালীন মধ্যবর্তী সময় বেশি হয়ে থাকে (2nd Trimester)🤰আসুন জানি এই বিষয়ে বিস্তারিতভাবে।

🔵 কেন গর্ভকালীন সময় পা ফুলে/পানি আসে :
গর্ভাবস্থা শিশুর বৃদ্ধির কারনে প্রায় ৫০% বেশি রক্ত ও তরল উৎপন্ন হয়।
⬇
এই অতিরিক্ত রক্ত ও তরলের কারনে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়।
⬇
গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়ার সাথে মায়ের Pelvic শিরায় ও vena cava চাপ সৃস্টি হয়।
⬇
এরফলে নিম্নাঙ্গ থেকে হৃদপিণ্ডে রক্ত প্রবাহ কমে যায়।
⬇
যার ফলে শিরা থেকে থেকে তরল বের হয়ে শরীরের টিস্যুতে জমা হয়।
⬇
পায়ে পানি আসা/ ফুলে যাওয়া।
History কি নিবো :
Factors may affect swelling :
অল্প পা ফুলা Pregnancy তে হয়ে থাকে। কিন্তুু History এবং উপরের Risk Factor গুলো বের করতে হবে। যদি হঠাৎ পা ফুলে যায় সাথে ব্যাথা হয় ( বিশেষ করে এক পায়ে) তাহলে Blood clot কে indicate করে যেমন- DVT

Counselling/Advice :

কখন সতর্ক হতে হবে :
রোগীর Counselling খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সুতরাং এই বিষয়ে আমাদের ভুমিকা আছে।
Edited By : Nahid Hassan.

Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz (2003-2004) গাইনী রোগী দেখার সময় পিরিয়ড সম্পর্কিত কমন কিছু সমস্যাঃঃ Amenorrhea/ Hypomenorrhoea/ Irregular menstruation এর অনেকগুলি কারন আছে যা আমরা মোটামুটি সবাই জানি। Stress যে এর মধ্যে একটা অন্যতম কারণ এটা কি আমরা জানি ? আর যদি জেনেই থাকি তাহলে এটা কি জানি কিভাবে Stress পিরিয়ডে বাধা দিচ্ছে? Stress is […]

Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz2003-2004 পুরুষ/ মহিলা রোগী পেটে ব্যাথা ( তলপেট/উপরপেট, ডানপাশ, বামপাশ, কোমড় Lumber Region ) যেকোনো সাইডেই হোক না কেন অবশ্যই প্রেসক্রিপশনে Ultrasonogram Advice করবেন। হয়তো গ্যাসের ব্যাথা অথবা Visceral Pain হতে পারে এবং আমি ঔষধও লিখলাম কিন্তুু তারপরও আল্ট্রাসনোগ্রামের কথা প্রেসক্রিপশনে লিখে দিবেন। কেন🤔🤔??————————————- 👉 আপনার সেইফটির জন্য। নয়তো এই রোগীই […]

Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz2003-2004 চেম্বার প্রাকটিসে কিকি প্রয়োজন???——————————— ১। সৃষ্টিকর্তার রহমত২। পিতামাতা, মুরব্বিদের দোয়া ৩। নিজের জ্ঞান, শিক্ষা, সদ্বব্যবহার, ধৈর্য্য, সময়। ৪। যন্ত্রপাতি, ডেকোরেশন ইত্যাদি। যদি বলি আরো একটা জিনিস লাগে। “বুদ্ধি”। জ্বি হ্যা নিজস্ব বুদ্বিমওা। এটা একেকজনের একেক ধরনের হয়ে থাকে।আমি আমার কিছু ব্যক্তিগত টিপস শেয়ার করছি। 🤔কেন শেয়ার করছি জানেন??? আমরা যারা […]