

প্রথম পর্বের পর,
Writer : Writer : ডা. কাওসারঢামেক, কে-৬৫
Leukaemia প্রথমত চার প্রকার।

এই চারটা ভাগ থেকে প্রথম যে শব্দ দুটি চোখে পড়ে তা হল Acute ও Chronic. অর্থাৎ এটাও বলতে পারি leukaemia মূলত দুই প্রকারঃ

এই Acute ও Chronic এর প্রকারভেদটা রোগের তীব্রতা অনুযায়ী হয়, duration অনুযায়ী হয় না। ব্যাখা নিচে!
🍂 ঘটনা ১ঃ ধরুন একজন সুস্থ মহিলা, তার Hepatitis B positive হল। বিয়ের পর তার ৩ টা বাচ্চা হল। মা positive থাকায় বাচ্চা ৩ টাও positive হল।
🍂 ঘটনা ২ঃ ধরুন একজন সুস্থ মহিলা, তার Hepatitis B positive হল। বিয়ের পর তার ৩ জন বাচ্চা হল। দেখা গেল ২ টা positive হলেও, ১ টা বাচ্চা সৌভাগ্যক্রমে Hepatitis B negative!
ঘটনা ১ হল Acute leukaemia.
ঘটনা ২ হল Chronic leukaemia.
Bone marrow তে blood cell তৈরির জন্য যে মা বা bone marrow precursor cell বা bone marrow stem cell থাকে, যেগুলোই Division ও Differentiation হয়ে বিভিন্ন প্রকার বাচ্চা বা mature blood cell তৈরি করে।
🍂 ঘটনা ১ এর মত bone marrow stem cell এ যদি malignancy হয়, তবে তার থেকে তৈরি সব blood cell গুলোই malignant হিসেবে তৈরি হবে। এটাই হল Acute leukaemia.
🍂 ঘটনা ২ এর মত bone marrow stem cell এ যদি malignancy হয়, তবে তার থেকে তৈরি অধিকাংশ blood cell malignant হলেও, সৌভাগ্যক্রমে কিছু সুস্থ cell তৈরি হবে। এটাই হল Chronic leukaemia.
ঘটনা ১ ও ২ থেকে এতটুকু খুব সহজে বুঝতে পারি Acute leukaemia অপেক্ষা Chronic leukaemia তুলনামূলক ভাল, কারণ এখানে অসুস্থ blast cell এর সাথে কিছু সুস্থ mature cell ও তৈরি হয়।
তবে এই তুলনামূলক ভাল Chronic leukaemia বিভিন্ন কারণে খারাপ Acute leukaemia তে convert হতে পারে।
Acute ও Chronic এর ঝামেলা তো শেষ হল, এবার আসি Lympho ও Myelo কি জিনিস।
Lympho হল শুধু Lymphocyte এর Malignancy.
Myelo হল Lymphocyte বাদে বা Lymphocyte সহ বাকি সকল প্রকার Cell অর্থাৎ Granulocytes, Monocytes, Platelet, RBC এর একসাথে Malignancy. এ থেকেও বুঝি Lympho অপেক্ষা Myelo এর জটিলতা বেশি।
একটু খেয়াল করলে দেখবো Acute এর সাথে Lymphoblastic থাকলেও, Chronic এর সাথে আছে Lymphocytic, এর কারণ কি?
এর কারণ হল, ওই যে উপরে পড়েছি, Acute এ Bone marrow stem cell থেকে যে cell গুলো তৈরি হয় তার সবই malignant ও immature, এই immature malignant cell গুলোকে বলে blast cell. আর এ কারণেই এটা Lymphoblastic. blast crisis এখানেই বেশি হয়।
অন্যদিকে Chronic এ Bone marrow stem cell থেকে যে blood cell গুলো তৈরি হয় তার সবই malignant immature না হয়ে অনেক mature blood cell ও তৈরি হয়। আর এ কারণেই এটাকে বলে Lymphocytic.
চলবে…
Edited By : Nahid Hassan.

Mediverse Blog
Writer : ডা. কাওসারঢামেক, K-65. COVID-19 রোগী হাসপাতাল বেডে শুয়ে আছে। আপনি তার duty doctor. হঠাৎ দেখলেন তার শ্বাসকষ্ট হচ্ছে! কী করবেন প্রথমে? ★ bronchodilators দিয়ে nebulize করুন। আপনার হাতে হয়তো এছাড়া আর অপশন নেই। তবে অবশ্যই proper protection নিয়ে, করোনা ওয়ার্ডের আলাদা জায়গায়। কারণ এটা aerosol generate করবে, এবং ব্যবহার শেষে machine disinfect করবেন। […]

Mediverse Blog
Writer : ডা. কাওসারঢামেক, K-65. প্রথম গল্প। কলেজের বায়োলজি বই। যেখানে ছিল Filariasis বা Elephantiasis এর ওষুধ হল Diethylcarbamazine. এটা ভাল কার্যকর হলেও তার side effects বেশি। তাই তার বিকল্প একটি ওষুধ ছিল, নাম Ivermectin. দ্বিতীয় গল্প। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক কুকুর। কুকুরের খামার বলা যায়। রাতবিরাতে কোয়ার্টার থেকে যখন ইমার্জেন্সিতে যেতাম, অন্ধকার পথে দলবাঁধা […]

Mediverse Blog
Writer : ডা. কাওসারঢামেক, K-65. Rapid Dot Blot Test এর sensitivity কম, সময়ের সাথে বাড়ে। তাই শুরুতে false negative হওয়ার chance বেশি। কিন্তু তার specificity বেশি, তাই false positive হওয়ার চান্স কম। দুটো বিষয় compare করে কোন জটিল হিসাব নিকাশে না গিয়ে ছোট্ট একটা example দিই, ধরুন ৫ জন মানুষের suspected exposure আছে, সাথে কিছু […]