

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
দিদার তার ৩ বছরের বাচ্চা নিয়ে আসছে চেম্বারে — বাবুকে জিজ্ঞাসা করলাম সমস্যা কি? বললো, হাঁটলে পায়ে ব্যাথা করে,, what is your diagnosis and Treatment?

Diagnosis — Growing pain
বাচ্চাদের ২ বছর থেকে ৫ বছর সময় Growth অন্য সময়ের তুলনায় বেশি হয়, এই সময় Bones গুলি Mineralization হয়, Bones mineralization এর জন্য দরকার ক্যালসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় দুধের মধ্যে,
২ বছর পর বাচ্চাদের দুধ বন্ধ করা হয়, তখন গরুর দুধ ও না খেলে বাচ্চাদের ক্যালসিয়াম পূর্ণতা পায়না,
আবার যদি Proper sun exposure না হয়, তাহলে ভিটামিন ডি এর ঘাটতি থাকে।
তাই Vitamin D deficiency এর কারণেও ক্যালসিয়াম absorption কম হয়, Bones mineralization এ সমস্যা হয়, তখন বাচ্চারা হাঁটা চলা করলে পায়ে ব্যাথা, এমনকি হাতে ব্যাথা, সারা শরীর ব্যাথার complain ও করতে পারে–
তখন করনীয় কি?
Dose কেমন হবে?


আবার এখন মার্কেটে high concentration এর syrup – Defrol OS (2000 IU) /ml পাওয়া যায়, অর্থাৎ 1 ml বা ১৫ ফোটার মধ্যে 2000 IU থাকে, প্রতি এক ফোটা =133 mg
এই হিসাবে ৫ ফোটা করে দিলে হবে প্রতিদিন–
এক বছর থেকে ১৮ বছর পর্যন্ত ডোজ হচ্ছে 600 IU=3 ml
তাহলে Prescription এ কি লিখবেন?
Tab- Calbo JR
Edited By : Nahid Hassan.

Mediverse Blog
Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]