

Written by : Dr M R Sifat
DMC | 14-15
MBBS, BCS (Health), FCPS P-1 (Medicine)
CEO & Co Founder Of MediVerse
সচরাচর আমাদের যে Cardiac valve আছে এগুলো Change করার দরকার হয় না। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন কোনো valve খুব Severely Stenosed হয়ে যায়, অথবা Regurgitation দেখা যায়।
যেমন, একজন মানুষের Aortic valve Stenosis; সেক্ষেত্রে পর্যাপ্ত blood তার circulation এ যাবে না, ফলাফল? রোগী হবে SAD, আমরা হবো MAD ![]()
মানে?
মানে Aortic valve Stenosis এর কমন symptom

এমন অবস্থায়, বলা হয়,
Symptomatic AS এর মূল চিকিৎসা Valve replacement.
অথবা যদি Asymptomatic patient ও হয়,যার Color Doppler Echo করে দেখা যায়, Transvalvular gradient >50 mmHg,
অথবা EF<50% তাহলেও কিন্তু Valve replacement করে ফেলা দরকার।
যদি AS এর সাথে রোগীর Melena থাকে যেটাকে আমরা Hedye’s syndrome বলে চিনি;
শুধু Aortic Valve এর গল্প বলবো তা না, Replacement কিন্তু mitral valve এরও দরকার হয়..

কখন..?
এসব ক্ষেত্রে Valve ই Replace করা ছাড়া উপায় নাই। Valve যদি Change করতেই হয় আমাদের হাতে ২ টা Option।

Mechanical Valve এর সুবিধা হচ্ছে, যেহেতু যান্ত্রিক জিনিস তাই durable বেশি। Young লোকদের দেওয়া যায়। কিন্তু খারাপ ব্যাপার, এখানে Anticoagulation দীর্ঘদিন ব্যবহার করতে হবে।
সেজন্যে , ASPIRIN + WARFARIN দিয়ে রাখতে হবে এদের। Anticoagulation ঠিক মত হচ্ছে কিনা, দেখার জন্যে INR দিয়ে Monitor করা যায়,
আর Biological valve এ thrombus Formation এর Chance কম। তাই এক্ষেত্রে শুধু Aspirin দিয়েই কাজ হবে। যেহেতু warfarin ও দেওয়া লাগছে না তাই এখানে INR দেখার ও দরকার নাই।
এবার একটা প্রশ্ন করি,
Infective endocarditis এ কখন valve replacement এর দরকার হয়? দেখুন পারেন কিনা, উত্তর পরবর্তী কোনো এক ব্লগ এ বলবো ইন শা আল্লাহ !
ও ভালো কথা এই টপিক কিন্তু আমাদের Bird’s Eye View Batch এ পড়ানো হচ্ছে, Very High Yield for MRCP & FCPS
For Enrolment In our courses :
Edited By : Nahid Hassan.

Mediverse Blog
Writer : Dr. Md. Omar Faruk ShawonMBBS(DMC), MRCP(PACES) MRCP One of the most trending Foreign PG degree nowadays is MRCP. এটা আমরা সবাই জানি। যাদের দেশের বাইরে ক্যারিয়ার করার ইচ্ছা তারা ছাড়াও যারা দেশে মেডিসিন বা এলায়েড সাব্জেক্টে ক্যারিয়ার করতে চান তারা এখন এই ডিগ্রী নিয়ে প্ল্যান করছেন। কারন এটা এমন একটা Qualifications যেটার মাধ্যমে […]

Mediverse Blog
Written by : Dr M R Sifat DMC | 14-15MBBS, BCS (Health), FCPS P-1 (Medicine)CEO & Co Founder Of MediVerse কেউ একজন আপনার বুকে ছুরি ঢুকিয়ে দিল!! (তখন যেই ভুলগুলো কখনো করবেন না) কোন Chamber সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার Chance বেশি, এমন প্রশ্ন MRCP কিংবা Viva টেবিলে পেলেও অবাক হবেন না, কারণ টপিকটি খুব গুরুত্বপূর্ণ। সাধারণত […]