

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
Pregnancy তে Migraine এর চিকিৎসায় Acute Attack এ Paracetamol 1 gm stat. দিনে সর্বোচ্চ ৪ গ্রাম পর্যন্ত নেওয়া যাবে —

Paracetamol এ কাজ না হলে first and second trimester এ NSAID দেওয়া যাবে,
3rd Trimester এ NSAID contraindicated

এবার জেনে নিই-
এই ক্ষেত্রে Patient এর সাথে কথা বলবেন,
প্রথমত Patient কে Triggering factor avoid করতে বলবেন, যেমন কফি, চকলেট, sun exposure ইত্যাদি— এইসব Triggering factor avoid করলে এমনিতেই Migraine Attack কমে যাবে-
দ্বিতীয়ত Patient কে জিজ্ঞাসা করবেন, যে এই Migraine ব্যাথা কি আপনার জন্য সহনীয়? কিংবা Paracetamol খেলে কি ব্যাথা চলে যায়? যদি ব্যাথা সহনীয় হয়, কিংবা Paracetamol খেলে ব্যাথা চলে যায়, তাহলে সেই ক্ষেত্রেও
Patient কে কোনো Prophylactic Drug দেওয়ার দরকার নাই,
যদি মাসে এক / দুইবার Migraine Attack হয়, আর তা Paracetamol /NSAID দিয়ে ব্যাথা ভালো হয়ে যায়,
তাহলেও আমরা Prophylactic এ যাবোনা, কেবল acute Attack এর চিকিৎসা দিবেন- Patient সূর্যের আলো পরিহার করে চলবে–
তৃতীয়ত— কোনো Patient এর সপ্তাহে ২-৩ বার করে Migraine Attack হচ্ছে, Paracetamol চলার পরেও তার Frequent attack হচ্ছে, এবং তা অসহনীয় – সেই ক্ষেত্রে আপনি Prophylactic দিতে পারবেন–
তখন Prophylactic হিসাবে Propranolol / অথবা Amitriptyline দিতে পারবেন-
0+0+1

1+0+1
এইগুলি ছাড়া অন্যান্য ড্রাগ গুলি avoid করবেন,
এই ড্রাগ গুলি যদিও Pregnancy category -C , তবে Amitriptyline/Propranolol এর Pregnancy তে ব্যবহার করাকে NHS এর Website এ safe বলা হয়েছে–
Edited By : Nahid Hassan.

Mediverse Blog
Writer : ডা. কাওসারঢামেক, K-65. আউটডোরে রোগী দেখছি। পাতলা টিঙটিঙে এক লোক হঠাৎ রুমে ঢুকলো। কি সমস্যা জিজ্ঞেস করতেই সে তার হাতদুটো দিয়ে আমার মাথাটা এমনভাবে দলাই মলাই শুরু করলো যে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ব্যাটা বোধহয় নাপিত, যেভাবে মাসাজ করে ব্যাথার কথা বললো তাতে আমার তাই’ই মনে হলো! আমি আর মানা করলাম না, ভালই […]

Mediverse Blog
Writer : ডা. কাওসারঢামেক, K-65. NSAID, GIT তে কিছু ক্যান্সার প্রতিরোধ করে! PPI, GIT তে কিছু ক্যান্সার সৃষ্টি করে! এ দুটো লাইন লেখার উদ্দেশ্য, NSAID নিয়ে আমাদের যত ভীতি, রোগীদের যত ভয়, সেই তুলনায় PPI (proton pump inhibitor) নিতান্তই গোবেচারা নিরাপদ একটি ড্রাগ! রোগীরা মুড়ির মত পাতায় পাতায় ফার্মেসি থেকে PPI কিনে খায়! প্রেসক্রিপশন মানে, […]

Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Migraine :: old থিওরি ছিলো Just Unilateral Headache… Now NICE (National Institute for health and care excellence) বলেছে, Migraine এ Bilateral headache হতে পারে First line Treatment of Migraine: আমরা আগে জানতাম Tufnil দিলেই হয়— Tolfenamic Acid But এই থিওরি এখন updated. Updated Management of […]