

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
পানি জমে বরফ হয়ে যাওয়া হচ্ছে Frozen, তখন কি হয়? পানি শক্ত হয়ে গেলো, প্রবাহ বন্ধ,
Shoulder Joint এর আশে পাশে কিছু Ligament Capsule রয়েছে,
এই গুলি যদি কোনো কারণে thickend হয়ে joint কে lock করে দেয়, shoulder joint এর movement যদি বন্ধ হয়ে যায়, বিশেষ করে External rotation, তখন এই অবস্থাকে Frozen Shoulder বলে

যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের প্রতি ১০০ জনের মধ্যে ২০ জনের Frozen shoulder হতে পারে !!
২ টা Phase থাকে Frozen shoulder এ —
Frozen phase টা হবে অনেক ব্যাথা, shoulder নাড়া চাড়া করতে পারবেনা, ২ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ পর্যন্ত এই phase থাকবে, এর পরে শুরু হবে Adhesive phase. তখন কিছুটা improve হবে, তবে pain থাকবে, এই phase থাকবে ৫ মাস থেকে ৯ মাস, কারো ক্ষেত্রে ২-৩ বছর।
কারণ কি?
বাকিদের ডায়াবেটিস /থাইরয়েড সমস্যা থাকতে পারে, Perkinson থাকলেও হবে।
চিকিৎসা কি?

কি Counselling করবেন?
রোগের nature টা বুঝিয়ে দিবেন,
যে এখানে Joint পেশি সমূহ মিলে Joint শক্ত হয়ে গেছে, খুলতে ৪ মাস থেকে ৯ মাস কিংবা ২ বছর সময় লাগতে পারে, এই সময় আপনি পৃথিবীর যেখানেই যান, চিকিৎসা এইটাই, ধৈর্য ধরেন, আর শেখানো পদ্ধতিতে ব্যায়াম করবেন, আর ফিজিওথেরাপি নিবেন যদি সম্ভব হয়।
Edited by : Nahid Hassan.

Mediverse Blog
Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]